সৌদি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

চীনের মধ্যস্থতায় আবারও সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর তেহরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান রিয়াদে সফরে গেলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক ঠিক পথেই আছে। কিছুদিনের মধ্যেই আমরা প্রগতি দেখতে পাব।

সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান বলেছেন, ‘আমরা আশা করছি, ইরানের প্রধানমন্ত্রী রাইসি এবার সৌদি সফরে আসবেন। রাজা সালমান বিন আব্দুলআজিজ তাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন। দুই দেশের স্বার্থের বিষয়গুলি নিয়ে আমরা একসঙ্গে কাজ করব ও দুই দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাব।’

তেহরানে সৌদি দূতাবাসে হামলার পর শিয়া-সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি-সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব ২০১৬ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। গত মার্চে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আবার শুরু হয়েছে। জুলাইয়ে সৌদিতে দূতাবাস খুলেছে ইরান। গতমাসে তেহরানে সৌদির দূতাবাসও চালু হয়েছে। তবে লেবানন, সিরিয়া ও ইয়েমেনে সংঘাতের ক্ষেত্রে ইরান ও সৌদি বিপরীত শিবিরে আছে। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.