রাতের আধারে রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ আগস্ট) ইউক্রেনীয় ড্রোন মস্কোর একটি ভবনে আঘাত হানে। এর ফলে শহরের বিশাল এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় একটি ড্রোন রাতের আঁধারে মস্কোর একটি ভবনে আঘাত করায় শহরের ব্যবসায়িক এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার সামরিক বাহিনীর একাধিক কর্মকর্তা।
তবে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাকারী ওই ড্রোনটিকে গুলি করে এবং পরে সেটির ধ্বংসাবশেষ শহরের এক্সপো সেন্টারে পড়ে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর প্রায় চারটার দিকে এই হামলার ঘটনাটি ঘটে।
বিবিসি বলছে, শুক্রবার ভোরে এই ড্রোন হামলার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। অযাচাইকৃত সেই ফুটেজে মস্কোর ওপর দিয়ে রাতের আকাশে ঘন ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ান শহরগুলোসহ ক্রেমলিনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং শুক্রবারের এই হামলাটি সেটিরই সর্বশেষ উদাহরণ। রাশিয়া এই ধরনের হামলার জন্য বরাবরই ইউক্রেনকে দায়ী করে আসছে।
ইউক্রেনের পক্ষ থেকে এবারের হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.