বেসরকারী খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) উদ্যোগে আয়োজিত ‘উন্নত বাংলাদেশ নিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভিশন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (আগস্ট ১৭)৪৮তম জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পীকার ডঃ শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান।ওয়েবিনারে সভাপতিত্ব করেন ইবিএল চেয়ারম্যান মোঃ শওকত আলী চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইবিএল পরিচালক মীর নাসির হোসেন, ডঃ তৌফিক আহমেদ চৌধুরী, কে. এম. তানজিব-উল-আলম, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। ওয়েবিনার সঞ্চালনা করেন ব্যাংকের হেড অফ কম্যুনিকেশন্স এন্ড এক্সটার্ণাল এফেয়ার্স জিয়াউল করিম। ওয়েবিনারে অংশগ্রহণকারী বক্তারা দূরদর্শী জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বাংলাদেশের উন্নয়ন গতিপথ নির্ধারণে তাঁর মূল ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.