জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) আয়োজনে পোস্টার ডিজাইন, তথ্যচিত্র নির্মাণ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে আইআইটি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি’র শিক্ষকবৃন্দ, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় অনুষ্ঠানের সভাপতি আইআইটি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পনেরোই আগস্টের সকল শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি এ ধরণের একটি আয়োজনে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের জন্য সবার প্রতি ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইআইটি’র সহকারী অধ্যাপক তাসনিয়া আহমেদ।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক “পোস্টার ডিজাইন” প্রতিযোগিতায় আইআইটি’র বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মোট চারটি দল অংশগ্রহণ করে এবং দুইটি দল বিজয় লাভ করে। বিজয়ী চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী মুমু, ঝুমু ও শিশির এবং রানার্স আপ দলের সদস্যরা হলেন ১৬তম ব্যাচের শিক্ষার্থী নাফিসা, অর্পিতা, রেহনুমা ও নুজহাত। অন্যদিকে জাতির পিতার জীবন ও কর্মের আলোকে “তথ্যচিত্র নির্মাণ” প্রতিযোগিতায় আইআইটি’র বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মোট পাঁচটি দল অংশগ্রহণ করে এবং দুইটি দল বিজয় লাভ করে। বিজয়ী চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী তাহসিন, তারিক, শান্ত, প্রীতি ও সানোয়ার এবং রানার্স আপ দলের সদস্যরা হলেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী রাফি, মেহেদী, মামুন ও নাবিল। পরে পোস্টার ডিজাইন ও তথ্যচিত্র নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অর্থসূচক/ এইচএআই
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.