জাতীয় শোক দিবস পালন করলো আইপিডিসি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নানা উদ্যোগের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে আইপিডিসি ফাইন্যান্স। শোক দিবস উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানটি এর প্রধান কার্যালয়ের সামনে এবং অন্যান্য শাখা অফিসেও বিশেষ ডিসপ্লে বোর্ডসহ বিভিন্ন মাধ্যমে এই শোকাবহ দিনটিকে তুলে ধরেছে।

এছাড়া, বগুড়ার শোন পচার চড়ে স্থাপিত ‘উচ্ছ্বাস স্কুল’এ পাঠরত শিশু এবং স্কুলটি পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের জন্য এক মাসের খাবার সরবরাহ করে আইপিডিসি। উল্লেখ্য, ২০১৮ সালে আমাল ফাউন্ডেশনের সাথে যৌথভাবে স্কুলটি নির্মাণ করে আইপিডিসি। এর পাশাপাশি গাজীপুরের মাওনায় অবস্থিত পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আর্থিক প্রতিষ্ঠানটি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আইপিডিসি’র কর্মীদের মাঝে একটি ভার্চুয়াল সেশন আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নে বঙ্গবন্ধুর অবদানকে আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.