বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অক্টোবরে অনুষ্ঠেয় ভারত বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলে প্রস্তুতি সারতে চায় দলটি। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে এই সিরিজের সূচি।
তাই আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। এই সিরিজটি খেলে বিশ্বকাপ খেলতে ভারত যাবে নিউজিল্যান্ড। এরপর বিশ্বকাপ শেষ করে ২১ নভেম্বর আবারও বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। এবার দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে তারা।
এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অংশ। ২৩-২৪ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। তারপর শুরু হবে টেস্ট সিরিজ। ২৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর। তবে এই দুটি টেস্ট ম্যাচের ভেন্যু এখনও প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.