বাজার পরিস্থিতি পর্যালোচনায় স্টেকহোল্ডারদের সাথে বসছে বিএসইসি

দীর্ঘদিন ধরে প্রায় গতিহীন পুঁজিবাজারের অবস্থা আরও নাজুক হয়ে উঠেছে। সামান্য বিরতি দিয়ে চলছে টানা দরপতন। সূচক পতনের পাশাপাশি লেনদেনও কমে গেছে বাজারে। এমন অবস্থায় বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নিয়ে আলোচনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এসব স্টেকহোল্ডারের মধ্যে রয়েছে ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারহাউজ ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান।

আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক করবে বিএসইসি।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেছেন, বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণের বিষয় নিয়ে আলোচনা হবে।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.