জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও “জাতীয় শোক দিবস” পালন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকার মোহাম্মদপুরের একটি মাদরাসা ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।
এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীন, ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুল হামিদ, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান, মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপক মিসেস জাফরিন খন্দকার সহ পার্শ্ববর্তী শাখাসমূহের ব্যবস্থাপক ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.