বিআইসিএম এ জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস ২০২৩’ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার, পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন ও কোম্পানি সচিব এএসএম সায়েমসহ ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও ‘জাতীয় শোক দিবস ২০২৩’ উপলক্ষে ইনস্টিটিউটের পক্ষ হতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.