জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং সিনিয়র কর্মকর্তাবৃন্দ রাজধানীর গুলশানস্থ ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করেন।
এছাড়াও ১৯৭৫ এর ১৫ই আগস্ট রাতে শাহাদাৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্যদের আত্মার শান্তি ও মাগফেরাতের জন্য ইবিএল’র উদ্যোগে নিজস্ব প্রধান কার্যালয়ে এবং হাইকোর্ট মাজার মসজিদে দু’টি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই দিন দুপুরে ইবিএল হাইকোর্ট মাজার মসজিদ প্রাঙ্গণে কাঙালি ভোজ এবং বসুন্ধরা আবাসিক এলাকায় নিজস্ব প্লটে বৃক্ষরোপণ কর্মসূচীরও আয়োজন করে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.