দক্ষিণ রাশিয়ার ড্যাগেস্তানে পেট্রোল স্টেশনে বিস্ফোরণের পর আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই বিস্ফোরণ ও আগুনে ১২ জন মারা গেছেন। আহত হয়েছেন ৬০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে। বিস্ফোরণের কারণ এখনো জানা য়ায়নি।
রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স চিকিৎসকদের উদ্ধৃত করে জানিয়েছে, মৃতদের মধ্যে তিনজন শিশু। স্থানীয় সময় রাত নয়টা ৪০ মিনিট।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভয়ঙ্কর আগুন গ্রাস করেছে পেট্রোল স্টেশনকে। দমকলের প্রচুর গাড়ি সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে।
জরুরি পরিষেবার ২৬০ জনকে সেখানে পাঠানো হয়েছে। হেলিকপ্টার ও বিমানে করে আহতদের মস্কোতে নিয়ে আসা হয়েছে।
ইন্টারফ্য়াক্স জানিয়েছে, প্রায় সাড়ে ছয় হাজার বর্গ ফুট এলাকায় আগুন লেগছে। তা আরো ছড়াতে পারে। আরো বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
একজন প্রত্য়ক্ষদর্শী রাশিয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পেট্রোল স্টেশনের উল্টোদিকের পার্কিংয়ে রাখা একটি গাড়িতে প্রথম আগুন লাগে।
যেখানে দুর্ঘটনা হয়েছে, সেই জায়গাটা মস্কো থেকে এক হাজার ছয়শ কিলোমিটার দূরে। সূত্র: ডিডাব্লিউ, এপি, এেফপি, রয়টার্স
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.