ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছেন লঙ্কান সাবেক ক্রিকেটার সুচিত্রা সেনানায়েকে। তার বিরুদ্ধে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এই ব্যাপারটির তদন্ত করছে শ্রীলঙ্কান পুলিশ।
সোমবার তাকে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কলম্বোর আদালত। ৩৮ বছর বয়সী সেনানায়েকে শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৭৮ উইকেট।
২০১২ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ২০১৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন তিনি। ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালীন দুই ক্রিকেটারকে টেলিফোনে ম্যাচ ফিক্সিংয়ের জন্য প্রলুব্ধ করেছিলেন।
সোমবার কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট কন্ট্রোলার অব জেনারেল ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশনকে তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী আগামী তিন মাস তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
আদালতের পক্ষ থেকে বলা হয়েছে , অ্যাটর্নি জেনারেলের ডিপার্টমেন্ট থেকে আদেশ দেয়া হয়েছে স্পোর্টস মিনিষ্ট্রির অধীনে একটি বিশেষ তদন্তের আদেশ দিয়েছেন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে।
শ্রীলঙ্কার ক্রিকেটে ফিক্সিং নতুন কিছু নয়। চামারা সিলভা, দিলহারা লুকুহেতিগের মতো ক্রিকেটার ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়ে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এবার আরও একবার লঙ্কান ক্রিকেটে পড়ল ফিক্সিংয়ের ছায়া।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.