দুই প্রকল্পে ৪৯ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১১০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫ হাজার ৩৯০ কোটি টাকা। প্রকল্প দুটি হচ্ছে কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে যোগাযোগ সুবিধা সৃষ্টি এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ও টেকসই নগরায়ণ এবং উন্নত অবকাঠামো উন্নয়ন।
রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সোমবার এ নিয়ে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে চুক্তি সই হয়েছে। এর মধ্যে চলমান ‘রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট’ প্রকল্প বাস্তবায়নে ১৯ কোটি ডলার এবং ‘ইম্প্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার’ প্রোগ্রামের আওতায় ৩০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি সই হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং নিজ নিজ পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।
‘রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্টের’ মাধ্যমে কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে যোগাযোগ সুবিধা সৃষ্টি; গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন; বিদ্যমান গ্রামীণ সড়ক অবকাঠামোসমূহকে জলবায়ু-সহিষ্ণু ও আবহাওয়া উপযোগী মানে উন্নীতকরণ এবং কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
প্রকল্পের বাস্তবায়নকাল জুলাই ২০১৮ থেকে জুন ২০২৭ পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে এডিবি সহজ শর্তে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ১৯ কোটি মার্কিন ডলার ঋণ প্রদান করবে। এ ঋণের সুদের হার ২ শতাংশ। এ ছাড়া অন্য কোনো চার্জ নেই। ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে ঋণটি পরিশোধযোগ্য।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.