ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত সিরিজ জিততে পারল না ভারত। সিরিজ শেষে আলোচনায় উঠে আসছে ভারতের বেশ কিছু দুর্বলতা। যার মধ্যে আছে লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতাও। রাহুল দ্রাবিড়ও অকপটে স্বীকার করেছেন তা। দলের ব্যাটিং গভিরতা বাড়ানো নিয়ে কাজ করতে চান ভারতের হেড কোচ।
বিশেষ করে ভারতের ব্যাটিং অর্ডারের শেষ দিকটা ভাবাচ্ছে দ্রাবিড়কে। ৮ থেকে ১১ নম্বরে যারা খেলেছেন এ সিরিজে ভারতের হয়ে, বেশীরভাগ ম্যাচে তাদের প্রত্যেকেই নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন। যা নজর এড়ায়নি দ্রাবিড়ের। এই সিরিজে সাত নম্বরে ব্যাটিং করতে দেখা যায় অক্ষর প্যাটেলকে। এই অলরাউন্ডারের পর কেউই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। আর্শদিপ সিং, কুলদিপ যাদব, যুবেন্দ্র চাহাল এবং মুকেশ কুমারদের প্রত্যেকেই পুরোদস্তুর বোলার। আর এদের ব্যাটিং ব্যর্থতাই ভাবাচ্ছে দ্রাবিড়কে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় যে দলটি এখানে আছে, কম্বিনেশন বদলানোর মতো ততটা বিকল্প আমাদের হাতে ছিল না। তবে সামনে এগোনোর পথে আমাদের কিছু ব্যাপারের দিকে নজর দিতে হবে যেখানে উন্নতি করা যায়। ব্যাটিংয়ের শক্তিমত্তা বাড়ানোর ব্যাপারটি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। নিজেদের সেরাটাই চেষ্টা করছি, তবে এদিকে নজর দিতেই পারি আমরা। কীভাবে বোলিং আক্রমণ দুর্বল না করেও ব্যাটিংয়ের শক্তিমত্তা বাড়ানো যায়।’
ভারতের হেড কোচ আরও বলেন, ‘যতই দিন যাচ্ছে। স্কোর এখন আগের চাইতে বড় হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের দিকে যদি আপনি দেখেন, ১১ নম্বরে ওদের আলজারি জোসেফ ব্যাটিং করে যে বড় ছক্কা হাঁকাতে জানে। ব্যাটিংয়ে গভিরতা থাকা তাই জরুরী। অবশ্যই এটা নিয়ে আমাদের চ্যালেঞ্জ আছে এবং এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই সিরিজ সেটাই আমাদের দেখিয়েছে।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.