শোক দিবসে বিটিভিতে টেলিফিল্ম ‘আবার আসিব ফিরে’

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে(বিটিভি) প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘আবার আসিব ফিরে’। ড. মোঃ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। আল মামুনের প্রযোজনায় এটি প্রচারিত হবে মঙ্গলবার রাত ৯টায়।

অভিনয় করেছেন আফজাল হোসেন, ডলি জহুর, আশনা হাবিব ভাবনা, তৌফিকুল ইসলাম ইমন, শাহরিয়ার ফেরদৌস সজীব, ফারুক আহমেদ, শুভাশিস ভৌমিক, আলী মোর্তাজা পলাশ ও প্রনব ঘোষ।

টেলিফিল্মে দেখা যাবে-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজনই, তিনি তাঁর কর্মে, গুণে অনন্য এবং অসাধারণ। ঘাতকের বুলেট বঙ্গবন্ধুকে থামিয়ে দিলেও তাঁর আদর্শ, নৈতিকতা ও সততা এখনো যুগে যুগে আলোকিত করে অসংখ্য মানব সন্তানকে। এই টেলিফিল্মে প্রধান চরিত্র মহিবুল মাস্টার, যিনি নীতির প্রসঙ্গে বঙ্গবন্ধুকে তার জীবনের পাথেয় মনে করেন। তার ব্যক্তি জীবনেও  বঙ্গবন্ধুর ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ৮০‘র দশকের প্রেক্ষাপটে টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে। যখন পাকিস্তানের দোসর রাজাকার, স্বৈরাচার সরকার বাংলাদেশকে শাসন করে চলেছে।

শোক দিবস স্মরণে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে একাধিক বিশেষ অনুষ্ঠান। আছে টেলিফিল্ম, মঞ্চ নাটক, সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনানুষ্ঠান ও শিশুতোষ অনুষ্ঠান।

শোক দিবসে বিশেষ তথ্যচিত্র ‘১৫ আগস্ট সেই রাত’ প্রচারিত হবে সকাল ৭টায়। কবিতা আবৃত্তির অনুষ্ঠান প্রচারিত হবে সকাল সাড়ে ৭টায়। ৮ টা ১৫ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘চেতনায় মুজিব’। শিশুতোষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে জানি’ প্রচারিত হবে ৯টায়। ১০ টা ১০ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘শোকে নয় চেতনায় মুজিব’। মঞ্চ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ প্রচারিত হবে ১২টা ৪০ মিনিটে। চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ প্রচারিত হবে দুপুর আড়াইটায়। শোক দিবসের কবিতা পাঠ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ প্রচারিত হবে ৬টা ৪৫ মিনিটে। টক শো ‘তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু’ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়। শেখ মুজিবের শাসনামলের বিভিন্ন দিক নিয়ে আলোচনানুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ প্রচারিত হবে রাত ৮টা ৪০ মিনিটে। টেলিফিল্ম ‘আবার আসিব ফিরে’ প্রচারিত হবে রাত ৯টায়। আলোচনানুষ্ঠান ‘পোয়েট অব দ্য পলিটিক্স’ প্রচারিত হবে রাত ১০টা ২০ মিনিটে। ‘আমার দেখা নয়াচীন’ প্রচারিত হবে রাত ১১টা ০৫ মিনিটে।

এ ছাড়াও সকাল ৬টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ এবং সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান অনুষ্ঠান। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থল থেকে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সকাল ১০টায়।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.