স্বপ্নতে ১ ডজন ডিম ১৫৫ টাকায়

যেখানে বাজারের সবখানে ডিম ১৬০ বা ১৭০ টাকা ডজনে বিক্রি হচ্ছে, সেখানে দেশের নাম্বার ওয়ান রিটেইল চেইনসুপারশপ ‘স্বপ্ন’তে পাওয়া যাবে ১৫৫ টাকায় ১ ডজন ডিম।

ঢাকা,সাভার,গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা জোনের সকল ‘স্বপ্ন’ আউটলেটে ডিম ১৫৫ টাকা ডজনে পাওয়া যাবে, যা বাজারে এখন ১৬৫- ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির জানান, জনজীবনে স্বস্তি ফেরানোর লক্ষ্যে নাম মাত্র মুনাফায় ডিম বিক্রির এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা ।

স্বপ্নের এই বিশেষ ছাড়টি ১৪ ও ১৫ আগস্ট পর্যন্ত চলবে। আর একজন গ্রাহক স্বপ্ন আউটলেট থেকে ১ ডজনের বেশি ডিম কিনতে পারবেন না, যেন অন্য কোনো দোকানি এই সুযোগে বেশি পরিমাণ ডিম কিনে অন্যভাবে ব্যবসা না করে।

 

অর্থসূচক/ এইচএআই

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.