শোক দিবস উপলক্ষে এসবিএসি’র পর্ষদ সভায় শোক প্রস্তাব গ্রহণ

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৬৮তম পর্ষদ সভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে সভায় ব্যাংকের অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শোক প্রস্তাব উপস্থাপন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.