এমিরেটস এয়ারলাইনে বর্তমানে ২০ হাজারের অধিক কেবিন ক্রু কর্মরত রয়েছেন। একই সঙ্গে এয়ারলাইনটির কার্যক্রম সম্প্রসারণের সঙ্গে সঙ্গতি রেখে নতুন কেবিন ক্রু’দের নিয়োগও এগিয়ে চলছে।
নতুন কেবিন ক্রু রিক্রুটমেন্টের লক্ষ্য নিয়ে ২০২২ সাল থেকে অদ্যাবধি এয়ারলাইনটি ৬টি মহাদেশের ৩৪০টির অধিক নগরীতে কার্যক্রম পরিচালনা করেছে।
১৪০টির অধিক জাতির প্রতিনিধিত্ব রয়েছে এমিরেটসের কেবিন ক্রু টিমে, যারা ১৩০টির অধিক ভাষায় যাত্রীদের সাথে যোগাযোগ করতে সক্ষম। এমিরেটসে ৫-৯ বছর কর্মরত রয়েছেন এমন কেবিন ক্রু’র সংখ্যা চার হাজারের অধিক। ১০-১৪ বছর কর্মরত কেবিন ক্রু’র সংখ্যা প্রায় তিন হাজার এবং ১৫-১৯ বছর যাবত কাজ করছেন পনেরশর অধিক ক্রু। প্রায় চারশ ক্রু’র কর্মকাল ন্যুনতম বিশ বছর। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো তিন জন ক্রু যারা ইতোমধ্যে ত্রিশ বছরের অধিক সময় ধরে কাজ করছেন।
জুনিয়র কেবিন ক্রু হিসেবে যোগ দিলেও পরবর্তীতে অভিজ্ঞতার ভিত্তিতে তাদের উচ্চতর কেবিনে আপগ্রেড করা হয়ে থাকে। এছাড়াও সময়ের সাথে সাথে ক্রমান্বয়ে পরবর্তী ধাপগুলো যেমন, কেবিন সুপারভাইজার, অথবা পার্সার হিসেবে পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে।
বর্তমানে এমিরেটসে ১১০০ এর অধিক পার্সার রয়েছেন যারা জুনিয়র কেবিন ক্রু হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। কঠিন প্রশিক্ষণ, এবং এসেসমেন্টের মাধ্যমে তাদেরকে এই উচ্চপদে পদোন্নতি দেয়া হয়েছে।
উন্নয়নের পরবর্তী ধাপের চাহিদা পূরণের লক্ষ্যে সারা বছর জুড়ে বিশ্বের বিভিন্ন শহরে কেবিন ক্রু নিয়োগের জন্য ইভেন্ট আয়োজন করে আসছে এয়ারলাইনটি।
এমিরেটসে কেবিন ক্রুরা যেসকল সুবিধা পেয়ে থাকেন তার মধ্যে রয়েছে ট্যাক্স ফ্রি বেতন এবং ফ্লাইং পে, প্রফিট শেয়ারের সুযোগ, হোটেল ও লেওভার খরচ, বিশেষ ছাড়কৃত মূল্যে ভ্রমণ ও মালামান পরিবহণ, বার্ষিক ছুটিকালীণ টিকিট, সুসজ্জিত আবাসন, কাজে আসা-যাওয়ার জন্য পরিবহণ, আকর্ষণীয় মেডিক্যাল, লাইফ ও ডেন্টাল বীমা কভারেজ, লন্ড্রিসহ অন্যান্য সেবা। এছাড়াও, নিজস্ব পরিবার ও বন্ধুদের জন্য তারা ছাড়কৃত মূল্যে টিকিট ক্রয় করতে পারেন।
কেবিন ক্রু হিসেবে নির্বাচনের পর প্রত্যেককে দুবাইয়ের এমিরেটস স্টেট-অফ-দা-আর্ট বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে আট সপ্তাহব্যাপী কোর্স সম্পন্ন করতে হয়।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.