সম্প্রতি এবি ব্যাংক লিমিটেড এবং আমি প্রবাসী লিমিটেড (এপিএল) একটি বাংলাদেশ সরকার অনুমোদিত মোবাইল অ্যাপ ও ওয়েব পোর্টাল ভিত্তিক প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মাধ্যমে বাংলাদেশী অভিবাসী শ্রমিকগণ ঘরে বসেই অভিবাসন সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণের পাশাপাশি বিদেশে কর্মসংস্থান সহায়তাও পাবনে। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে অভিবাসী শ্রমিকরা এবি ব্যাংক লিমিটেডের যেকোনো শাখায় ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বিদেশ থেকে সহজেই রেমিটেন্স পাঠাতে পারবেন।
অনুষ্ঠানে এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং আমি প্রবাসী’র সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা নামির আহমেদ নূরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরচিালক মাহমুদউল আলম (চলতি দায়িত্ব), উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনানশিয়াল অফিসার জনাব কে. এম. মহিউদ্দিন আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.