নতুন আইন আরও ভয়ঙ্কর ও বিপদজনক: রিজভী

নতুন আইন আরও ভয়ঙ্কর ও বিপদজনক হবে বলে মন্তব্য করেছেন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ সোমবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের নাম বাদ দিয়ে কিছু ধারায় সংশোধন এনে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন একটি আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে মন্ত্রিসভায় এর খসড়ার অনুমোদন হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাদের হাত দিয়ে ভাল কিছু হবে বলে আমি মনে করি না। দেশি-বিদেশি চাপে তারা আইওয়াস হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আনছে। ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে সাইবার নিরাপত্তা আইন আরও ভয়াবহ ও বিপদজনক হবে।’

বিএনপি এই যুগ্ম মাহসচিব বলেন, ‘দেশ এখন মনুষ্যত্বহীন আওয়ামী ফ্যাসিজমের কালো ছায়ার নীচে। নির্যাতনের মুখে দাঁড়িয়ে আছে গণতন্ত্রকামীরা। স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও দেশকে গণতন্ত্রের অভিমুখী না করে নিষ্ঠুর ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করার আয়োজন চলছে ধুমধামে।’

দেশে গণতন্ত্র এখন মৃত জানিয়ে রিজভী বলেন, ‘গণতন্ত্রে স্বীকৃত বিরোধী দলের যে কোনো কর্মসূচিকে বরদাস্ত করছে না সরকার। মিছিলের শব্দ শুনলেই নির্বিচারে গুলি চালানো হচ্ছে। সাপ পেটানোর মতো লাঠিপেটা করা হয় বিরোধীদের। বর্তমানে দেশে মত প্রকাশের ওপর বিধিনিষেধ রয়েছে। ব্যক্তি স্বাধীনভাবে মত প্রকাশ করতে গেলে তার ঠাঁই হয় কারাগারে বা আয়নাঘরে।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.