ইবিএল ওমেন সিগনেচার ক্রেডিট কার্ড চালু করলো ইবিএল

নারী উদ্যোগ এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) অঙ্গীকারের অংশ হিসেবে ‘ইবিএল ওমেন সিগনেচার ক্রেডিট কার্ড’ চালু করা হয়েছে। আজ সোমবার (৭ আগস্ট) ইবিএল প্রধান কার্যালয়ে অয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

এছাড়াও ব্যাংকটির পক্ষ থেকে ‘স্টার্ট-আপে নারীরাঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে যাত্রা’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য চালুকৃত এই ভিসা কার্ডটিতে লাইফ স্টাইলসহ বিভিন্ন সুবিধার পাশাপাশি একটি ব্যাপক রিস্ক এশিওরেন্স প্রোগ্রাম অন্তর্ভূক্ত রয়েছে।

ইবিএল ওমেন সিগনেচার ক্রেডিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অফ লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অফ কার্ডস তাসনীম হোসেন, হেড অফ এসেট মোহাম্মদ সালেকীন ইব্রাহীম, হেড অফ প্রায়োরিটি এন্ড ওমেন ব্যাংকিং তানজেরী হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্রেডিট কার্ড উদ্বোধনের পূর্বে শীর্ষস্থানীয় প্যানেলিস্টদের অংশগ্রহণে ‘স্টার্ট-আপে নারীরাঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে যাত্রা’ শীর্ষক একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইবিএল হেড অফ কম্যুনিকেশন্স এন্ড এক্সটার্ণাল এফেয়ার্স জিয়াউল করিমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে সফল স্টার্ট-আপ প্রতিষ্ঠার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য ও অভিজ্ঞতার ওপর আলকপাত করা হয়।

বক্তাদের মধ্যে ছিলেন বেসিস’র সভাপতি রাসেল টি. আহমেদ, শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী সাদিয়া হক, ওমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী আসিয়া নীলা, লিগালাইজইড এডুকেশন বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী তাসনুভা শেলী প্রমুখ। উদ্যোক্তাদের, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য যেসকল চ্যালেঞ্জ ও সুবিধা বর্তমান, বক্তারা নিজস্ব অভিজ্ঞতার আলোকে তা নিয়ে আলোচনা করেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.