সিরিয়ার রাজধানী দামাস্কে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার চার সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। এর পাশাপাশি বস্তুগত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সোমবার ভোরে ইসরাইল অধিকৃত গোলান মালভূমির দিক থেকে এই হামলা চালায়। সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। তারপরও চার সেনা নিহত এবং চারজন আহত হয়।
রিপোর্টে বলা হয়েছে, সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কিছু ক্ষেপণাস্ত্রকে অকেজো করে দিতে পেরেছে। এছাড়া কিছু বাড়ির ক্ষতি হয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। জুলাই মাসেও ইসরাইল সিরিয়ার রাজধানীর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল যাতে অন্তত দুই জন সেনা আহত হয়েছিল।
১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল গোলান মালভূমি দখল করে নেয়। এরপর থেকে ইসরাইল গোলান মালভূমিকে সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে আসছে। সূত্র: ডিডাব্লিউ, পার্সটুডে, এপি, এএফপি, রয়টার্স
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.