পাকিস্তানের করাচির কাছে এক ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় এখনো পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা ৯০ পেরিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী হাজারা এক্সপ্রেস করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। করাচি স্টেশন থেকে বের হওয়ার পর এই ঘটনা ঘটে। ট্রেনের গতিবেগ তখন খুব বেশি ছিল না। খুব বেশি হলে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। কিন্তু তাতেই ট্রেনের কামরাগুলি উল্টে যায়। এখনো কামরার নিচে বেশ কিছু যাত্রী আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে।
পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সাদ রফিক জানিয়েছেন, ‘কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে নাশকতার আশঙ্কা থাকতে পারে। আমরা তদন্ত করে দেখছি।’ তবে স্থানীয় সংবাদমাধ্যমের বক্তব্য, রক্ষণাবেক্ষণের অভাবে দেশের রেল ট্র্যাকগুলি ভয়াবহ অবস্থার মধ্যে আছে। তারই জেরে এদিন দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চলেছে। আশঙ্কাজনক অবস্থায় বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘক্ষণ তারা ট্রেনের নিচে চাপা পড়ে ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘটনার পর জানিয়েছেন, ‘আহত এবং নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’
স্বাধীনতার পর থেকে প্রয়োজনমতো সংস্কার হয়নি পাকিস্তানের রেল পরিবেষেবার। ফলে বেশ কিছু জায়গাতেই রেলপথ বিপজ্জনক হয়ে আছে বলে গণমাধ্যমের দাবি। সূত্র: ডিডাব্লিউ, এপি, দ্য ডন
Massive #TrainAccident in Pakistan's Nawabshah!
10 coaches of Hazara express derailed near Sahara railway station, Sindh. 25 dead & 80+ injured.
Rail accidents are extremely common there. Bound to happen when you put all money in defence & don't develop rail infra for decades! pic.twitter.com/7Ob1UXD3DI
— NK (@nirmal_indian) August 6, 2023
#WATCH:- At least 20 dead and 50 injured after 10 coaches of Rawalpindi-bound #HazaraExpress derails near Sahara Railway Station in #Pakistan.
#Accident #trainaccident #trainderail pic.twitter.com/RHvXnVraxL
— ک (@klmfasihi) August 6, 2023
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.