মরক্কোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৪

মরক্কোর কেন্দ্রীয় প্রদেশ আজিলালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। আজ রোববার (৬ আগস্ট) হওয়া দুর্ঘটনাটিকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা বলে আখ্যায়িত করা হচ্ছে। খবর এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারে কাছে এই দুর্ঘটনা ঘটে। বাজারের বাঁকে যাত্রীবাহী মিনিবাসটি উল্টে হতাহতের এই ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা তাদের কার্যক্রম শুরু করেছে।

এর আগে গত মার্চে একটি বাস দুর্ঘটনায় দেশটির ১১ কৃষি শ্রমিক নিহত হয়। আর গত বছরের আগস্টে আরেকটি বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়।

মরক্কোর জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থার তথ্য মতে, দেশটিতে সড়ক দুর্ঘটনায় বছরে গড়ে তিন হাজার ৫০০ জন নিহত ও ১২ হাজার মানুষ আহত হন। এর মানে প্রতিদিন গড়ে ১০ জন করে মানুষ সড়কে প্রাণ হারান।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.