নাইজারে সামরিক অভিযানের পরিকল্পনা চূড়ান্ত

আফ্রিকার দেশ নাইজারে ক্ষমতা দখলকারী জান্তা সরকারকে হটানোর জন্য দেশটিতে সামরিক অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করেছে দি ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেইটস বা ইকোওয়াস।

একথা জানিয়েছেন জোটের কমিশনার ফর পলিটিকাল অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি আব্দুল ফাতাউ মুসা। তিনি বলেন, নাইজারে সামরিক হস্তক্ষেপের ব্যাপারে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, এখন রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে।

তবে কখন এবং কোথায় এই জোট হামলা শুরু করবে তা প্রকাশ করা হবে না। এইমধ্যে ইকোওয়াস জোট নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জোট দাবি করেছে, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে রোববারের মধ্যে ক্ষমতায় পুনর্বহাল করতে হবে।

গত সপ্তাহে নাইজেরিয়ার সেনা কমান্ডার জেনারেল আব্দুর রহমান তিয়ানি প্রেসিডেন্ট বাজুমকে সরিয়ে ক্ষমতা দখল করেন। এর বিরুদ্ধে শক্ত অবস্থায় নিয়েছে পশ্চিমা আফ্রিকার দেশগুলো। অভ্যুত্থান-বিরোধী তৎপরতার নেতৃত্বে রয়েছে নাইজেরিয়া এবং এরইমধ্যে দেশটি নাইজার সীমান্তে সেনা জড়ো করেছে। এছাড়া, লিবিয়া ও আলজেরিয়াতে আলাদা কূটনৈতিক প্রতিনিধি দল পাঠিয়েছে নাইজেরিয়া। লিবিয়া ও আলজেরিয়া সেনা অভ্যুত্থানের প্রতি সমর্থন দিয়েছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.