আইপিডিসি ও বায়োজিন কসমেসিউটিক্যালসের মধ্যে একটি চুক্তি সাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আইপিডিসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে এই চুক্তি অনুষ্ঠিত হয়।
আয়োজনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সাক্ষর করেন আইপিডিসি ফাইন্যান্সের হেড অফ লায়াবিলিটি সাখওয়াত হোসেন এবং বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার অপারেশন্স জান্নাতুল ফেরদৌস।
এই চুক্তির ফলে আইপিডিসি প্রীতি গ্রাহক (আইপিডিসি’র রিটেল সেবার নারী গ্রাহক) এবং আইপিডিসি’র কর্মীরা বিশেষ কিছু সুবিধা উপভোগ করবেন। সুবিধাসমূহের মধ্যে রয়েছে বায়োজিন স্কিনকেয়ার এবং বিউটি প্রোডাক্টসের বিভিন্ন পণ্যে ২০% পর্যন্ত ছাড়, বায়োজিন স্পেশালাইজড স্কিনকেয়ার ট্রিটমেন্টে ২০% ছাড়, বায়োজিন স্লিমিং সল্যুশনসে ২০% ছাড়।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.