রবীন্দ্র প্রয়াণ দিবসে বিটিভিতে ‘তুমি রবে নিরবে হৃদয়ে মম’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলাদেশ টেলিভিশনে(বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নিরবে হৃদয়ে মম’। সংগীত, আবৃত্তি ও আলোচনার সমন্বয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রচারিত হবে আগামীকাল রবিবার (৬ আগস্ট) দুপুর ১টা ০৫ মিনিটে।

শাহজামান মিয়ার প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন হাসান মাহমুদ। আলোচনায় অংশ নিয়েছেন সৌমিত্র শেখর, ঝর্ণা রহমান ও খায়রুল আলম সবুজ। সংগীত পরিবেশন করেছেন অনিমা রায় ও ছায়া কর্মকার। আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টপাধ্যায় ও লীলা হাসান।

এছাড়াও রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস স্মরণে সকাল ৮ টা ১৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’, ১০টা ৩৫ মিনিট ও দুপুর আড়াইটায় প্রচারিত হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটক ‘অপরিচিতা’ প্রচারিত হবে রাত ৯টায়। রাত ১০ টা ২০ মিনিটে থাকছে ‘মুজিব চেতনায় রবীন্দ্রনাথ’।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.