শুক্রবার সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (০৪ আগস্ট) সমাবেশ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না।

গত মঙ্গলবার (১ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করে জামায়াতে ইসলামী।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেন।

এর আগে গত মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। সেজন্য ডিএমপিতে আবেদন করা হয়েছিল। পরে ডিএমপির অনুমতি না পাওয়ায় নতুন করে আগামী শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচির ঘোষণা করে জামায়াত।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.