বুয়েটের শিক্ষার্থীর সঙ্গে গ্রেপ্তার আরও ২ জনের জামিন

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩১ শিক্ষার্থীসহ মোট ৩৪ জন শিক্ষার্থীর অপ্রাপ্তবয়স্ক দুই শিক্ষার্থীরও জামিন হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরের দিকে সুনামগঞ্জের নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান বাবুল বিয়ষটি নিশ্চিত করে বলেন, গতকাল ৩২জন শিক্ষার্থীদের জামিন হয়েছে, আজ শিশু আদালতে বাদি দুজনের জামিন হয়েছে। জামিনপ্রাপ্ত দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন শুনানি হয় নারী ও শিশু আদালতে।

এর আগে বুধবার (২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে এ মামলা থেকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩১ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর করেন। পরে বুধবার (২ আগস্ট) রাত ১০টায় সুনামগঞ্জ জেলা কারাগার থেকে তারা মুক্তি পান।

উল্লেখ্য, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার সকালে একটি নৌকা নিয়ে বুয়েটের ৩১ জনসহ মোট ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। বেড়ানোর একপর্যায়ে এদেরকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে সোমবার তাহিরপুর থানার এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে তাহিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা করেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.