ওমানে পুলিশের হাতে আটক এমপি সনি, ১২ ঘণ্টা পর মুক্তি

আইন লংঘন করে রাজনৈতিক সভা করে ওমান পুলিশের হাতে আটক হয়েছিলেন সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার সনি। পরে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে মুচলেখা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসন-১৯-এর সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি গত মঙ্গলবার ব্যক্তিগত সফরে ওমানে যান। তিনি পরদিন রাতে হাফা হাউস মাসকট হোটেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক বৈঠকের খবর পেয়ে ওমানের পুলিশ বাহিনীর একটি দল মাসকট হোটেলে হানা দিয়ে বৈঠক স্থল থেকে খাদিজাতুল আনোয়ার সনি এমপিকে আটক করে নিয়েছে। পুলিশের হানার কারণে ওই বৈঠক আর শেষ হতে পারেনি। মাঝখানেই তা পণ্ড হয়ে যায়।

উল্লেখ, মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ ও বিক্ষোভ-মিছিল নিষিদ্ধ। বিদেশীরা কোনো বৈঠকে অংশ নিতে চাইলেও কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু কোনো অনুমতি না নিয়েই আলোচিত সভার আয়োজন করা হয়।

খাদিজাতুল আনোয়ার সনি এমপিকে আটকের খবর পাওয়ার পর তাকে মুক্ত করতে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তৎপর হয়। তাদের চেষ্টা-তদ্বিরে আট হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর তাকে মুক্তি দেয় ওমান পুলিশ।

খাদিজাতুল আনোয়ার সনি আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে। তিনি ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.