ভারতের বিশ্বকাপ সূচি নিয়ে চটেছেন কপিল

বিশ্বকাপে ভারতের গ্রুপ পর্বের ৯ ম্যাচ রাখা হয়েছে দেশের নয়টি ভেন্যুতে। ফলে ম্যাচ শেষ হতেই পরের ম্যাচের ভেন্যুর দিকে দৌড়াতে হবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের। তাতে করে ভ্রমণ ক্লান্তি জেঁকে ধরতে পারে ক্রিকেটারদের। এমন আশঙ্কায় ভারতের বিশ্বকাপ সূচি নিয়ে চটেছেন কপিল দেব।

৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের। স্বাগতিক ভারত নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। চেন্নাইয়ের এমএ চিদাম্বারামে হবে ম্যাচটি।

এদিকে ভারতের পরের ম্যাচ ১১ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, আফগানিস্তানের বিপক্ষে। তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। ১৫ অক্টোবর আহমেদাবাদে হবে দুই দলের লড়াই। অর্থাৎ ৭ দিনের মাঝে তিনটি ম্যাচ খেলতে হবে কোহলি-রোহিতদের।

এমন টুর্নামেন্টে এতটা ভ্রমণ করলে ক্রিকেটারদের সেরাটা নাও পাওয়া যেতে পারে বলে মনে করেন কপিল। যে কারণে চটেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। যদিও সূচিতে পরিবর্তন আসতে পার বলে নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহ।

এ প্রসঙ্গে কপিল বলেন, ‘ভারতকে ১১টি ম্যাচ খেলতে হবে এবং এটার জন্য তাদের অনেকটা ভ্রমণ করতে হবে। আপনি একবার ধর্মশালা যাচ্ছেন, তারপর বেঙ্গালুরু থেকে কলকাতা। নয়টি ভিন্ন জায়গায় খেলছেন।’

লম্বা সময় ধরেই আইসিসির কোন টুর্নামেন্টে শিরোপা জিততে পারছে না ভারত। সবশেষ ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির অধীনে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল তারা। সেটিই ভারতের সবশেষ আইসিসি ট্রফি। শিরোপা জিততে না পারলেও বেশিরভাগ টুর্নামেন্টেই সেমিফাইনাল খেলেছে ভারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ দুই আসরের ফাইনালেও খেলেছে তারা। যদিও ট্রফি জেতা হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনও ভালো খেলছি। আমরা ফাইনালে উঠছি, সেমিফাইনালে উঠছি।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.