লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। এদিন কোম্পানিটির ৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটি ১ কোটি ১০ লাখ ৭৯ হাজার ৯০৬টি শেয়ার হাতবদল করেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল। আজ কোম্পানিটির ১১ লাখ ৫৮ হাজার ৬৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির ৯ কোটি ৩৭ লাখ ২৮৩টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ২০ কোটি ৭০ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মেট্রো স্পিনিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স,মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার ও মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.