সংঘাত সংঘর্ষ গ্রেফতার: চলছে বিএনপি ও আ.লীগের কর্মসূচি

রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। পাশাপাশি বেশ কয়েকটি যায়গায় সতর্ক অবস্থানে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। বিএনপির কর্মসূচি ঘিরে সকাল থেকেই চলছে সংঘর্ষ। একইসঙ্গে দলটির অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গতকাল বিএনপি মহাসমাবেশ থেকে ঘোষণা দেয়, শনিবার (২৯ জুলাই) ঢাকার সব প্রবেশমুখে ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত ৩৬টি দল। এদিন ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখ মিলিয়ে অন্তত ১৫টি স্থানে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করার কথা বলছিলেন দলটির নেতারা।

এদিকে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে আমানউল্লাহকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।

অপরদিকে পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন। পুলিশ তাঁকে একটি দোকানের ভেতরে নিয়ে যায়। পরে তাঁকে একটি পুলিশ ভ্যানে করে সরিয়ে নেওয়া হয়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইলে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জড়ো হতে থাকা নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেনসহ দুজনকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছিলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

এছাড়া ঢাকার বিভিন্ন জায়গায় বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো আজ ঢাকায় ‘সতর্ক অবস্থানে’ থাকার ঘোষণা দিয়েছে।

ঢাকার প্রবেশমুখগুলোয় আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে বিপুলসংখ্যক পুলিশ। তবে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত দুই দলের নেতা-কর্মীদের উপস্থিতি তেমন ছিল না। এরপরে বিএনপির নেতাকর্মী বাড়তে থাকায় পুলিশের সঙ্গে একপর্যায় সংঘর্ষ হয়।

শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিগুলো হবে- ঢাকা উত্তর বিএনপির ব্যানারে উত্তরা বিএনএস সেন্টারের উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে এবং গাবতলীর এস এ খালেক বাস স্টেশনের সামনে। ঢাকা দক্ষিণ বিএনপির ব্যানারে হবে নয়াবাজার বিএনপির অফিসের সামনে এবং যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে নেমে চট্টগ্রাম রোডের দনিয়া কলেজ সংলগ্ন জায়গায়।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

মন্তব্য
Loading...