পর্যবেক্ষণে তামিম

বেশ কিছুদিন ধরেই পিঠের চোট ভোগাচ্ছে তামিম ইকবালকে। সেই চোট নিয়েই আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে সমালোচনা তৈরি করেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এরপর হুট করেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন অবসরের ঘোষণা দেন দেশসেরা এই ওপেনার।

যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম। তবে এই ওপেনার কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তামিম বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। সেখানেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে তার ভাগ্য।

শুক্রবার সন্ধ্যায় তামিমের শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে জানানো হয়েছে ইতোমধ্যে লন্ডনে একজন মেরুদণ্ড বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছেন এই টাইগার ওপেনার।

এই সময় তার সঙ্গে ছিলেন বিসিবির চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরি। তিনি বলেছেন, ‘তামিম লন্ডনে মেরুদন্ড বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী গতকাল (বৃহস্পতিবার) থেকে কাজ শুরু করেছে। দুই দিনের পর্যবেক্ষণে তাকে রাখা হবে। এরপর আমরা তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

কিছুদিন আগেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দুবাই গিয়েছিলেন তামিম। সেখান থেকেই লন্ডনে চিকিৎসার জন্য যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানেই নিজের চিকিৎসা শুরু করেছেন তিনি। আগামী দুইদিনের মধ্যেই জানা যাবে এই টাইগার অধিনায়কের ভাগ্য।

অর্থসূচক/এএইচআর

মন্তব্য
Loading...