ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ এর ১৫(১০) ধারা পরিপালনে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক পরিবার থেকে তিন জনের বেশি ব্যাংকের পরিচালক হতে পারবেন না।
বুধবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধন ২০১৮) এর ১৫(১০) ধারায় কোনো একক পরিবার হতে ৪ জনের অধিক সদস্য একই সময় কোনো ব্যাংক কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকবে না মর্মে উল্লেখ ছিল। এই আইন সংশোধন করা হয়েছে। সে অনুযায়ী কোনো একক পরিবার থেকে ৩ জনের অধিক সদস্য একই সময় কোনো ব্যাংক কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকবে না।
এমন পরিস্থিতিতে কোনো ব্যাংকের পরিচালকের পদত্যাগ করা আবশ্যক হলে পরিচালকগণের মধ্যে থেকে কোন পরিচালক পদত্যাগ করবেন তা পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে এবং পারস্পরিক সমঝোতায় উপনীত হতে ব্যর্থ হলে তা পরিচালনা পর্ষদের সভায় লটারীর মাধ্যমে নির্ধারণ করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
স্বল্পতম সময়ের মধ্যে একক পরিবার হতে পরিচালক সংখ্যা ৩ জনে নামিয়ে এনে বিষয়টি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিভিশন-২ কে অবহিত করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থসূচক/এমএইচ/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.