নোবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২৬ জুলাই) নোবিপ্রবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের দিঘীতে মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। নোবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ (ফিমস) এ কর্মসূচির আয়োজন করে।

শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, ‘মৎস্য খাত দেশের অর্থনীতির জন্য খুবই সম্ভাবনাময় একটি খাত। এ খাত নিয়ে নোবিপ্রবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা গবেষণা হচ্ছে। তবে মৎস্য খাতের উন্নয়নে আরো ব্যাপক আকারে গবেষণা করার সুযোগ ও প্রয়োজনীয়তা রয়েছে। মৎস্য সপ্তাহ উদযাপনে নোবিপ্রবি ফিমস্ বিভাগের আজকের এ আয়োজন প্রশংসনীয়। আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’।

এ সময় বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ভূঁইয়া। কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস’র পরিচালক ও ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩’ উদযাপন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল্লাহ-আল মামুন ও নোয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। এছাড়া ফিমস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৪-৩০ জুলাই দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.