চীনের স্কুলে জিমের ছাদ ভেঙে ১১ জনের মৃত্যু

চীনের চিচিহার শহরেই স্কুলে জিমের ছাদ ভেঙে পড়ে ১১ জন মারা গেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। স্কুলটি যে কন্ট্রাক্টর বানিয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চীনের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, রোববার বেলা তিনটে নাগাদ জিমের ক্রক্রিটের ছাদ ভেঙে পড়ে। তখন জিমে অনেকে ছিলেন। মোট ১১ জন মারা যান। ঘটনাটি ঘটেছে উত্তরপশ্চিম চীনের চিচিহার শহরে।

মোট ১৫ জন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সোমবার সকাল পর্যন্ত ১৪ জনকে সেখান থেকে বের করা সম্ভব হয়েছে। পাঁরজনকে মৃত অবস্থায় বের করা হয়। বাকি ছয়জনকে চিকিৎসা দেয়ার আগেই তারা মারা যান। ১৬০ জন উদ্ধারকর্মী সেখানে এখন কাজ করছেন।

সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, নির্মাণকর্মীরা ছাদে পারলাইট লাগিয়েছিল। ক্রমাগত বৃষ্টির ফলে তা আয়তনে অনেকটা বেড়ে য়ায়। এর ফলে ছাদ ধসে পড়ে।

নির্মাণ সংস্থার মালিকদের পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার সময় সেখানে ১৯ জন ছিলেন। চারজন অক্ষত অবস্থায় বাইরে আসতে পারেন। বাকিরা ঘরের ভিতরে ধ্বসস্তূপের তলায় চাপা পড়ে যান।

সামাজিক মাধ্যমে আপলোড করা উপর থেকে তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, জিমের ছাদ পুরোপুরি ভেঙে গেছে। উদ্ধারকারী দল সেখানে কাজ করছেন। সূত্র: ডিডাব্লিউ,রয়টার্স, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.