বায়োজিন কসমেটিক্যালসের বিভিন্ন প্রোডাক্ট ক্রয় এবং চিকিৎসা প্রাপ্তির ক্ষেত্রে ইবিএল গ্রাহকরা ২০% মূল্যছাড় পাবেন। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করা হয়।
ইবিএল’র ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং বায়োজিন কসমেটিক্যালসের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হক এই চুক্তি স্বাক্ষর করেন।
ইবিএল হেড অফ লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অফ প্রায়োরিটি এন্ড উইমেন ব্যাংকিং তানজেরী হক এবং বায়োজিনের সিনিয়র ম্যানেজার- অপারেশন্স জান্নাতুল ফেরদৌস, ম্যানেজার- এডমিন সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার- বিজনেস ডেভেলপমেন্ট নুসাইবা রহমানসহ অন্যান্যরা এসময় উপস্থতি ছিলেন।
অর্থসূচক/ এইচএআই
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.