বিএনপির তারুণ্যের মঞ্চ ভেঙে হাসপাতালে ২

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ চলাকালে মঞ্চ ভেঙে পড়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুজন।

আহতরা হলেন- বাংলা টিভি’র সিনিয়র রিপোর্টার শিউলী আক্তার (৪৪), ছাত্রদলের কর্মী নাঈম হোসেন (২২) আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, আহত দুজনের মধ্যে নাঈমের বাম পা ভেঙে গেছে, তাকে ভর্তি করানো হয়েছে। আর সাংবাদিক শিউলির বাম পায়ের গোড়ালি মচকে গেছে। আমরা তাদের দুজনের পা প্লাস্টার করে দিয়েছি।

আহত নাঈম জানান, তিনি স্টেজের পেছনের দিকে ছিলেন। হঠাৎ স্টেজটি ধসে পড়ে, এতে তিনি আহত হন। তিনি রামপুরা এলাকার বাসিন্দা। ছাত্রদলের কর্মী।

দুপুর দুইটার দিকে মাইকে নেতারা বার বার মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করলেও কেউ শোনেনি। এক পর্যায়ে হঠাৎ মঞ্চটি ধসে পড়ে। পরে ছোট একটা সাদা পিকআপ ভ্যান এনে অস্থায়ী মঞ্চ করা হয়। তাতে কয়েকটি চেয়ার ও বক্তৃতার ডায়াস স্থাপন করা হয়।

সেই পিকআপে চেয়ারে বসেন বিএনপি মহাসচিব, সমাবেশের সভাপতি যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বেশ কয়েকটি বিভাগের পর রাজধানীতে এই ‘তারুণ্যের সমাবেশ’ করছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.