নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১৭

ঝালকাঠির রাজাপুর উপজেলার ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। দুর্ঘটনায় ২০-২৫ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) আফসারুল হক টিটু জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার জানান, যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রী জানান, ‘ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশে বাসটিতে যাচ্ছিলাম। গাড়ির ভেতরে ও ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমি ৩-৪ মিনিট পানির নিচে থাকার পর জানালা দিয়ে বের হই।’

 

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.