প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে র্যাব বদ্ধ পরিকর বলে জানিয়েছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন ।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নবনির্মিত র্যাব-৬-এর ক্যাম্প উদ্বোধন শেষে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে এ বাহিনীর কার্যকরী ভূমিকা রয়েছে উল্লেখ করে র্যাব ডিজি বলেন, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে র্যাব ফোর্সেস জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব প্রধান দৃঢ়ভাবে বলেন, গোপালগঞ্জে কোটালীপাড়ায় বোমা হামলার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টায় জড়িত মুফতি হান্নানসহ অন্যান্যদের গ্রেফতার করেছে র্যাব। এছাড়াও তারা ডাকাতি ও দস্যুতা, খুন, ধর্ষণ ও মাদকসহ অন্যান্য অপরাধের সাথে জড়িতদেরও গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এম খুরশীদ হোসেন বলেন, গোপালগঞ্জে র্যাব ক্যাম্প ছিল না, যার কারণে অপরাধ সংঘটিত হলে খুলনা থেকে এসে র্যাব-৬কে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ক্রমাগত সমস্যায় পড়তে হতো। এলিট ফোর্স র্যাবের সেবা নিশ্চিত করতে গোপালগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপন করা হলো। গোপালগঞ্জে স্থাপিত র্যাব ক্যাম্প মাদক ও সন্ত্রাসসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.