মাত্রই বাংলাদেশের মাটিতে সিরিজ শেষ করে দেশে ফিরেছে আফগানিস্তান। সদ্য সমাপ্ত সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে বাজিমাত করেছিল সফরকারীরা। এবার চূড়ান্ত হলো বাংলাদেশের আফগানিস্তান সফরের সূচি। সব ঠিক থাকলে ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশকে আতিথ্য দেবে আফগানিস্তান। আফগানিস্তানের কোন হোম ভেন্যু না থাকায় সিরিজটি হতে পারে দুবাই অথবা ভারতে। সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি করে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
এই পূর্ণাঙ্গ সিরিজ আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপির অংশ। আফগানরা বর্তমানে তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামকে। এই মাঠেও হতে পারে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজটি।
এর আগে ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছিল আফগানিস্তান। পাশাপাশি ২০১৭ সালে নয়ডার শহীদ বিজয় সিংহ পথিক স্পোর্টস কমপ্লেক্স, দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও ছিল রশিদ-নবিদের হোম ভেন্যু। ২০১৯ সালে লক্ষ্ণৌয়ের ভারত রত্ন শ্রী অতল বিহারি বাজপায়ী একানা ক্রিকেট স্টেডিয়ামকেও আফগানিস্তান হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না আসন্ন সিরিজটি কোন ভেন্যুতে হতে যাচ্ছে।
২০২৩-২৪ মৌসুমে আফগানদের হোম সিরিজ আছে মোট ৭টি। বাংলাদেশ সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও আছে আফগানদের। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টও খেলবে তারা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.