এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা

নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ব্যানার ও ফেস্টুন নিয়ে রাজধানী ঢাকার আবদুল্লাহপুর থেকে এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে।

পদযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, আমান উল্লাহ আমান, আমিনুল হক প্রমুখ উপস্থিত রয়েছেন। পদযাত্রাটি বিকেল ৪টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

বুধবার বেলা ১১টা ৫ মিনিটে আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ পদে যাত্রা শুরু হয়। রামপুরা ব্রিজ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা এ পদযাত্রায় অংশ নেবেন।

আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে। এদিকে পদযাত্রার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল কমে যায়।

পদযাত্রাকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থান রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.