কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট ও ব্র্যাক ইপিএল স্টকের মধ্যে চুক্তি  

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ও কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে প্যানেল ব্রোকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ব্র্যাক ইপিএল স্টকের পক্ষ থেকে স্বাক্ষর করেন আহসানুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের পক্ষ থেকে স্বাক্ষর করেন শিবলী এমরান, প্রধান নির্বাহী কর্মকর্তা।

এছাড়াও এ প্যানেল ব্রোকার চুক্তি অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন হেড অব প্রিমিয়াম ব্রোকারেজ এ্যান্ড আইসিসি কুমারেশ সাহা, ব্র্যাঞ্চ ম্যানেজার (গুলশান) কাজী মনসুরুল হক সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তা এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব পোর্টফোলিও রাহাত-উল-আমিন সহ আরো অনেকে।

এ চুক্তির ফলে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের গ্রাহকেরা এখন থেকে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সাথে তাদের ট্রেড করতে পারবে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.