বাশারের সঙ্গে বসতে কোনও আপত্তি নেই: এরদোয়ান

তুরস্ক দামেস্কের সঙ্গে শান্তি আলোচনার দরজা বন্ধ করে দেয়নি বরং তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

প্রতিবেশী দু’টি দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নে সোমবার ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। খবর- পার্সটুডের

সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে তিনদিনের রাষ্ট্রীয় সফর শুরু করার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা [সিরিয়া, রাশিয়া ও ইরানকে নিয়ে] চতুর্পক্ষীয় শীর্ষ বৈঠকে বসতে পরি। আসাদের (সিরিয়ার প্রেসিডেন্ট) সঙ্গে বসতে আমার কোনও আপত্তি নেই। এখানে তারা আমাদের কীভাবে নেবে সেটাই দেখার বিষয়।

এরদোয়ান আরও বলেন, তুরস্ক কখনও সিরিয়া সরকারের সঙ্গে ‘আলোচনার দরজা বন্ধ’ করেনি। তবে এ ধরনের আলোচনার জন্য সিরিয়া থেকে সকল তুর্কি সেনা প্রত্যাহার করার যে শর্ত দামেস্ক দিয়েছে তা ‘অগ্রহণযোগ্য’ বলে জানান তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধ করছে তুরস্ক। সীমান্তের দিক থেকে যখন সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে তখন সেনা প্রত্যাহার সম্ভব নয়। তিনি এ বিষয়ে সিরিয়াকে ‘ন্যায়সঙ্গত আচরণ’ করার আহ্বান জানান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.