নির্বাচন সুষ্ঠু হয়েছে: রিটার্নিং কর্মকর্তা

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান। এরইমধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে গণনা।

সোমবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৪টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হিরো আলমের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন প্রার্থী কেন্দ্রটিতে আসলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে কেন্দ্রের বাহিরে নিয়ে যায়।

এর আগে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করতে গেলে বিকেল ৩টা ১০ মিনিটে হিরো আলমের ওপর হামলা চালানো হয়।

আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনে হিরো আলমের প্রধান সমন্বয়ক মো. ইলিয়াস।

অর্থসূচক/এমএস

  
    
মন্তব্য
Loading...