স্টক ব্রোকার সনদ পেয়েছে এসএমই কর্পোরেশন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক হোল্ডার বাংলাদেশ এসএমই কর্পোরেশন  স্টক ব্রোকার এবং স্টক ডিলার সনদ পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি গত ২০ ফেব্রুয়ারি স্টক ব্রোকার এবং স্টক ডিলার সনদ পেয়েছে। প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সনদ নং-রেজি-৩.১/ডিএসই-৩০৯/২০২৩/৬৬৬ এবং স্টক ডিলার সনদ নং-ডিএসই ৩০৯/২০২৩/৬৬৭।

আর প্রতিষ্ঠানটির ব্রোকার এবং ডিলার ট্রেডিং কোড এসএমই এবং ডিএলআরএসএমই।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.