আহ্ছানউল্লা ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র (এইউএসটি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে Implications of Data Science in Business শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৬ জুলাই) ঢাকার তেজগাঁও এ অবস্থিত এইউএসটি’র ভিসি সেমিনার হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউএসটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফজলে ইলাহী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম’র সহকারী অধ্যাপক সাফায়েদুজ্জামান খান। এ সময় অন্যান্যের মধ্যে এইউএসটি’র বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. সালেহ মো. মাশেহদুল ইসলাম, এইউএসটি’র স্কুল অব বিজনেস এর প্রধান অধ্যাপক ড. এসএম শফিউল আলম, বিআইসিএম’র সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খানসহ এইউএসটি এর শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ডাটা সায়েন্স ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের কর্মক্ষেত্রে উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও এইউএসটি যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।

বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ-কর্মশালা ও সেমিনার আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম এর আয়োজন করে থাকে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.