বাঁচা-মরার ম্যাচে সেরাটা দিতে চায় বাংলাদেশ

প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের হার। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে ওমানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সাইফ হাসানের দলের। ৮ উইকেটের জয়ে সেই পথটা বেশ সুগমই করেছে টাইগাররা। যদিও বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া নির্ভর করছে ১৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের উপর।

শ্রীলঙ্কার কাছে আফগানরা হেরে গেলে সমীকরণটা সহজ হবে বাংলাদেশের জন্য। তবে তারা যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে আফগানদের বড় ব্যবধানে হারাতে হবে সাইফদের। এত কিছু না ভেবে নিজেদের শেষ ম্যাচে সেরা ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ।

বাংলাদেশের অধিনায়ক সাইফ বলেন, ‘অবশ্যই, শেষ ম্যাচটা আমাদের জন্য বাঁচা-মরার। আমরা আমাদের সেরা শটটাই (সেরা ক্রিকেট খেলা) দেবো।’

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ওমান ‘এ’ দলকে মাত্র ১২৬ রানে আটকে দেয় বাংলাদেশ। টাইগারদের হয়ে একাই চার উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। এ ছাড়া মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসানরাও দারুণ বোলিং করেছেন। ব্যাটিংয়ে নেমে তানিজদ হাসান তামিম ছিলেন দুর্দান্ত। আগের ম্যাচের মতো এদিনও হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তামিম ৬৮ রান করে আউট হলেও ৪৭ রানে অপরাজিত ছিলেন আরেক ওপেনার নাইম শেখ।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারার কারণে এদিন বড় জয়ের দরকার ছিল বাংলাদেশের। ওমানকে অল্পতে আটকে দেয়ায় সেই সুযোগটা বেশ ভালোভাবেই নেয় তারা। যে কারণে শুরু থেকেই ওমানের বোলারদের ওপর চড়াও হন বাংলাদেশের দুই ওপেনার। দারুণ ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে তোলেন ৮৬ রান। এরপর মাত্র ১৬.৩ ওভারেই ম্যাচ শেষ করেছে বাংলাদেশে।

সাইফ বলেন, ‘অবশ্যই, আমরা আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের স্কোর দেখেছি। সেসময়ই আমরা সিদ্ধান্ত নেই যতটা পারি আমরা আমাদের রান রেট ভালো রাখবো। এটাই আমাদের মাথায় ছিল।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.