ফারইস্টের নতুন ট্রেজারার ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসাবে ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার ২য় মেয়াদে নিয়োগ পেয়ে মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২৯ জুন জারিকৃত পত্র অনুযায়ি  মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মহোদয় মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার কে যোগদানের তারিখ হতে আগামি ৪ বছরের জন্য ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ প্রদান করেছেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকউত্তর ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব হংকং থেকে পিএইসডি ডিগ্রি লাভ করেন। তিনি রাজশাহি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ ২০১৯ সাল থেকে এফআইইউ এ ট্রেজারার হিসাবে কর্মরত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.